নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়রনের চন্দ্রপুর গ্রামের মাছ বহনকারী কালু পরিবহণ নামের পিকআপের ধাক্কায় সিংড়া উপজেলার সোনাপুর গ্রামের রবিউল ইসলামের ৪ বছরের শিশু কুলসুম নিহত হয়।
গুরুদাসপুর থানা পুলিশের এস আই রফিকুল ইসলাম জানান, সোমবার সকাল ১১ঘটিকায় নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের কালু পরিবহন নামের এক মাছ বহনকারী পিকআপ(গাড়ী নম্বর-ঢাকা মেট্টো-ন-১৮-৫৪৮৮) সিংড়া আরতে মাছ বিক্রয় করে ফেরার পথে সিংড়া উপজেলার সোনাপুর গ্রামের কুলসুম নামের ৪ বছরের শিশু পারাপারের সময় ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয়। গাড়ীর ড্রাইভার মোতালেব দিশেহারা হয়ে দ্রুত গাড়ী নিয়ে ফেরার পথে চন্দ্রপুর গ্রামের এলাকাবাসী গাড়ী আটক করে গাড়ী ভাংচুর করে এবং গাড়ীর ড্রাইভারকে আটকে রেখে মারধর করলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে, এলাকাবাসী পুলিশের উপরও চড়া ও অশুভ আচারণ করতে থাকে। পরে দুপুর ১টার দিকে থানার অতিরিক্ত একদল পুলিশ,এস আই তারেকের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক করে। পরে গুরুদাসপুর থানা পুলিশ গাড়ী ও গাড়ীর ড্রাইভার মোতালেব হোসেনকে উদ্ধার করে সিংড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০