নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলায় নন্দকুজা নদীর পানিতে ডুবে আহম্মদ আলী (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার সময় উপজেলার বিয়াঘাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহম্মদ আলী ওই গ্রামের আয়নাল হকের ছেলে।
বিয়াঘাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোঃ মোজাম্মেলক এতথ্য নিশ্চিত করে জানান, আহম্মদ আলী পিতা মাতার অগোচরে মঙ্গলবার দুপুরের দিকে গোসল করার জন্য একাই নন্দকুজা নদীর তীরে যায়। এক পর্যায়ে তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা তাকে নন্দকুজা নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০