নাটোর প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষার ফলাফলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবারো জেলায় শীর্ষস্থান দখল করেছে। এই স্কুল থেকে ১৩০জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। মোবাইলে বাবা প্রশ্ন ফাঁসে জড়িত হওয়ায় যে একজন পলীক্ষার্থী বহিস্কার হয়েছিল সে ছাড়া বাঁকী সকলেই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৯জন। তার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৮৯জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১০জন। এ ছাড়া জেলা সদরের নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ২৩১জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১২১জন, মোট পাশ করেছে ২২৯ জন। নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৩৮ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন, মোট পাশ করেছে ২৩৭জন।
এ ছাড়া সদরের নাটোর চিনিকল উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬জন এবং দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন । বাগাতিপাড়ার অন্য স্কুল গুলোর মধ্যে মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৩২জন, নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয় থেকে ১২জন এবং বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৬জন জিপিএ-৫ পেয়েছে। লালপুর উপজেলায় মোট ৬১জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে নর্থবেঙ্গল সুগার মিলস্ উচ্চ বিদ্যালয় থেকে ১৮জন, শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১২জন এবং করিমপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯জন জিপিএ-৫ পেয়েছে। সিংড়া উপজেলার শীর্ষস্থান অধিকারী দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৬০জন, কতুয়াবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে সাতজন এবং নিঙ্গইন জোড় মল্লিকা উচ্চ বিদ্যালয় থেকে চারজন জিপিএ-৫ পেলেও উপজেলার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন। জেলার বড়াইগ্রাম উপজেলার সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয় ও রাজাপুর উচ্চ বিদ্যালয় থেকে ৫২জন করে এবং বড়াইগ্রাম পাইলট হাই স্কুল থেকে ২১জন জিপিএ-৫ পেয়েছে। জেলার গুরুদাসপুর উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যাালয় থেকে ২১জন, চাঁচকৈড় নাজিমউদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে ১৯জন, বেগম রোকেয়া বালিকা বিদ্যালয় এন্ড কলেজ থেকে ২৩জন, নাজিরপুর ও ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ে ১৩জন করে এবং খুবজীপুর উচ্চ বিদ্যালয় থেকে ১০জন জিপিএ-৫ পেয়েছে।
জেলায় শীর্ষস্থান অধিকারী নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক রতন দত্ত বলেছেন, তার স্কুলের শিক্ষক ও পরীক্ষার্থীদের অভিভাবকদের সচেনতা ও সম্মিলিত প্রচেষ্টাতেই এই স্কুলের ধারাবাহিক সফলতা অর্জন সম্ভব হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০