নাটোর প্রতিনিধি: আড়াইমাসব্যপী চলমান করোনা সংকটে নাটোর সদর ও নলডাঙ্গার দুঃস্থ, অসহায় ও গরীব মানুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের জন্য আড়াই কোটি টাকার খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করেছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। গত আড়াই মাসে প্রতিদিন ৪ শতাধিক প্যাকেট করে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি। শুক্রবার বিকাল ৪ টার দিকে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ঈদ পূর্ববর্তী এক মতবিনিময় সভায় এ তথ্য জানান সাংসদ শিমুল।
শিমুল বলেন, দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি তার নির্দেশনা মেনে গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছি। এ কাজে আমার অনেক শুভাকাঙ্খি অর্থ ও পণ্য সহায়তা দিয়ে আমাকে সাহায্য করেছেন। তাদের আর আমার নিজস্ব তহবিলের টাকার প্রতিনিয়ত ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি। আগামী দিনের যে কোন পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ রয়েছে। আমি আমার সর্বস্ব দিয়ে হলেও শেষ পর্যন্ত নাটোরের মানুষের, আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকবো।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০