চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলেখা বেগম নামের (৬০)বছর বয়ষের এক নারী স্বজনদের অপেক্ষায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা:শাকিল মাহমুদ ও সিনিয়র স্টাফ নার্স আয়েশা খাতুন জানান, ৩ দিন ধরে চিকিৎসাধীন আছে। জুলেখা বেগমের সাথে কথা
বলে জানা গেছে, তার বাড়ী উপজেলার কসবা ইউনিয়নের রশিদ মেম্বারের গ্রামে। তার ছেলে-মেয়ে নাই, তার স্বামীর নাম সঠিকভাবে বলতে পারছেনা। গত বৃহস্পতিবার নাচোল বাজারে ওই নারীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। তার স্বজনদেরকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০