নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাঁচটি কাঁচা ছোট-বড় বিভিন্ন সাইজের গাঁজার গাছ সহ আনারুল ইসলাম ওরফে আনু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী নাচোল উপজেলার দেওয়া পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫ এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন দেওয়াপাড়া গ্রামের আনারুল ইসলাম @আনুর বাড়িতে অভিযান চালিয়ে
গাঁজা-২০ (বিশ) গ্রাম এবং ৫ (পাঁচ) টি কাঁচা ছোট বড় বিভিন্ন উচ্চতার গাঁজার গাছ যার শিকড়, কান্ড, সবুজ পাতা ও ডালপালাসহ ওজন ১২ (বার) কেজি, মূল্য অনুমান ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা সহ হাতেনাতে গ্রেফতার করে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০