খবর২৪ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আইপিএলে নাইট বনাম পঞ্জাব ম্যাচ মানেই ‘বাদশা’ বনাম ‘জারা’র লড়াই! শেষ কয়েক বছর পঞ্জাব-নাইট ম্যাচে এটাই ছিল অন্যতম সেরা আকর্ষণ৷ সেই আকর্ষণে এখন অনেকটাই ভাঁটা পড়েছে৷
ব্যস্ত সিডিউলের ফাঁকে বাদশা শাখরুখ এখন আর মাঠে এসে ম্যাচ দেখার সুযোগ করে উঠতে পারেন না৷ অন্যদিকে প্রতি ম্যাচেই মাঠে হাজির থেকে পঞ্জাবের জন্য গলা ফাটান প্রীতি৷ আইপিএলের ধুন্ধুমার ক্রিকেটযুদ্ধে দীর্ঘদিন তাই ‘ভীর-জারা’কে এক ফ্রেমে পাওয়া যায়নি৷ জানা নেই ইন্দোরে এমন একটা ফ্রেম তৈরি হবে কিনা৷
শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ইডেনের হার মাঠে বসে দেখেছেন কিং খান৷ তিনি যে শহরে স্টারের তকমা পেয়েছেন সেই শহরের ফ্র্যাঞ্চাইজির কাছে হার! সেটাও চলতি আইপিএলে পরপর দু’বার৷ এমন ধাক্কার পর সুপার স্যাডার ডে’র ম্যাচে তাঁর মাঠে থাকা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে৷ ইডেনে পঞ্জাবের বিরুদ্ধে গেইল-রাহুল দাপটের দিনও মাঠে ছিলেন না বাদশা৷
শাহরুখ-প্রীতির ক্রিকেটীয় ডুয়েল নিয়ে চর্চা ক্রমে এভাবেই যখন ফিকে হয়ে যাচ্ছে তখন এগারোর আইপিএলে আকর্ষণের কক্ষপথে ডুকে পড়েছে নতুন লড়াই৷ অদৃশ্য সেই লড়াই গেইল-রাহুল বনাম নাইট বোলারদের৷ ইডেনের সেই লড়াইয়ে প্রথম ধাপটা জিতেছেন ইউনিভার্সাল বসের দল৷ ফিরতি ম্যাচে কারা বাজিমাত করে সেদিকেই নজর এবার আইপিএল দুনিয়ায়৷
রথম ম্যাচে নাইটদের স্পিনবিভাগকে নিয়ে ছেলেখেলা করেছিলেন গেইল-রাহুলরা৷ ইডেনে সেদিন বৃষ্টির পর ম্যাচ শুরু হতে পীযূষকে ছক্কা হাঁকিয়ে থেমে যাওয়া রানের মেশিনে কিক করেছিলেন টি-টোয়েন্টি বস৷ চাওলা দু’ওভারে খরচ করেছিলেন ২৪ রান৷ হিসেবে কিছুটা এরকম,ষষ্ঠ ওভারে পীযূষ খরচ করেন ১১ রান আর নবম ওভারে ১৩ রান৷ ন’নম্বর ওভারে দুটি ছক্কা হাঁকান গেইল৷ ইউনিভার্সাল বসের সামনে যেকোনও বোলারের এই হাল হতেই পারে, চাওলার খরচ করা রান তাও মানা যায়৷ কিন্তু নারিন!
ঐ দিন নারিনের দশম ওভারের শুরুতে একটি ছয় এরপর পরপর দুটি চার হাঁকিয়ে নাইট অধিনায়কের সব প্ল্যানিং চুরমার করে দিয়েছিলেন লোকেশ রাহুল৷ কর্ণাটকি ব্যাটসম্যানের ব্যাটিং ধামাকার সামনে পড়ে ঐ ওভারে ১৫ রান খরচ করেন নারিন৷ আরেক ওয়েস্ট ইন্ডিয়ান রাসেল চোট পাওয়ার আগে পাঁচ বল করে পঞ্জাবের ওপেনিং জুটির সামনে মাথা নুইয়ে দিয়ে বসেন ১৮রান৷ পঞ্জাবের গেইল-রাহুলের ব্যাটিং সংহারে সেদিন নাইট বোলিংয়ের দাঁত-নখ বেড়িয়ে পড়েছিল৷ ১৯১ রান তাড়া করতে নেমে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাক ওয়ার্থ লুইস নিয়মে ১১ বল বাকি থাকতে ৯ উইটেকে জয় পায় পঞ্জাব৷
সুপার স্যাটারডে’র ফিরতি ম্যাচে নাইটদের বোলিং এবার গেইল-রাহুলদের কী জবাব দেয় সেটাই এখন দেখার৷
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০