খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামে ৫১ জন পূর্ণ বয়স্ক ব্যক্তি ও শিশুকে গলা কেটে হত্যা করেছে একদল দস্যু। গবাদি পশু চোর থেকে দস্যু বনে যাওয়া এই দলটি ওই হামলার সময় গ্রামের বাড়িঘরও পুড়িয়ে দেয়। খবর বিবিসির।
নাইজেরিয়ার কাদুনা প্রদেশের বিরনিন গোয়ারি এলাকার গোয়াসকায় মৃতদেহের মধ্যে ১০ বছরের নিচে শিশুও রয়েছে। কিছু কিছু মৃতদেহকে বিকৃতিও দলটি।
ওই হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, শনিবার চোরের দলটি গোয়াসকা ঘিরে ফেলে। তারা আমাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় ও গুলি ছুঁড়তে থাকে। এ ঘটনায় সবাই ভয়ে বন্দুকধারীদের দিকে দৌড়াতে থাকে।
এদিকে ঝুঁকিপূর্ণ গ্রামগুলোকে রক্ষায় জরুরি ভিত্তিতে জামফারা প্রদেশের সীমান্তের সঙ্গে আরও পুলিশ ও সেনা মোতায়েনের জন্য প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এর আগে গেলো মাসে বিরিন গোয়ারি এলাকায় বন্দুকধারীদের এক হামলায় ১৪ জন খনি শ্রমিক নিহত হয়।
গোয়াসকার বাসিন্দা জানিয়েছেন, শনিবারের হামলাকারীরা আগে গবাদি পশু চুরি করতো। কিন্তু তারা এখন দস্যুতায় নেমেছে।
ওই এলাকায় প্রায় এ ধরনের হামলার ঘটনা ঘটে থাকে। তাই এ ধরনের হামলাকারীদের মোকাবেলায় আত্মরক্ষা বাহিনীর সাবেক এক সদস্যসহ ভিকটিমরা মিলে একটি টিম গঠন করেছে। যারা সুসজ্জিত গরু চোরদের সঙ্গে লড়াই করে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০