খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৮ জন। বোর্নো প্রদেশের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এসইএমএ) জানিয়েছে, বুধবার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে সন্দেহভাজন বোকো হারাম সংগঠনের সদস্যরা ওই হামলা চালিয়েছে।
সাম্প্রতিক সময়ে বোর্নো প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। ২০০৯ সাল থেকেই বোর্নো প্রদেশে সহিংসতা শুরু করেছে জঙ্গিরা।
সেনাবাহিনীর একের পর এক অভিযানের পরেও বোকো হারামের হামলা কমছে না। বেসামরিক নাগরিক এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েই যাচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার বিকেলে দুই আত্মঘাতী মাইদুগুরির উপকন্ঠে অবস্থিত মুনা গ্যারেজ এলাকার একটি মার্কেটে হামলা চালায়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০