খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক:নাইজেরিয়ার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েকজন। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় মুবি বোর শহরের একটি মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। খবর: রয়টার্স।
স্থানীয় পুলিশ কমিশনার আবদুল্লাহ ইরিমা জানান, এক আত্মঘাতী বোমারু বেলা ১টার দিকে মসজিদ ও সংলগ্ন এলাকায় হামলা চালায়। দ্বিতীয় হামলাকারী মসজিদ থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
তবে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এ হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে। ওই এলাকাটিতে তাদের ভালো প্রভাব রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০