নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কমপক্ষে ৫৮ বেসামরিক নাগরিককে হত্যা করেছে মোটরবাইকে আসা বন্দুকধারীরা। মালি ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী টিল্লিবেরি অঞ্চলে সাপ্তাহিক বাজার থেকে ফেরার পথে একটি কাফেলায় এ হত্যাকাণ্ড চালানো হয়। পরে পার্শ্ববর্তী আরেকটি গ্রামে হামলা চালায় বন্দুকধারীরা।
ক্ষতিগ্রস্তদের জন্য তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে নাইজার সরকার। ফ্রান্সের টাস্কফোর্সের দায়িত্বে থাকা টিল্লাবেরি এলাকাটিতে সম্প্রতি হামলা বাড়িয়েছে আইএস সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো।
এই হত্যকাণ্ডটি নতুন রাষ্ট্রপতি মোহামেদ বাজুমের বিপুল নিরাপত্তা চ্যালেঞ্জকে নির্দেশ করছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০