বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন মসজিদের ঈমামদেরকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি) এর ঈদ সম্মানী স্বরূপ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
১৫ জুন বৃহস্পতিবার বাইশারী বাজারের ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈমামদের এ ঈদ সম্মানী প্রদান করা হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলন, বর্তমান সরকার সবসময় আলেম উলামাদের সম্মান করে যাচ্ছে এবং ঈমামদের জন্য যা যা করার দরকার তা করছেন। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ব প্রথম ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইসলামের সম্মান বৃদ্ধি করেছেন। ঠিক তদ্রুপ বান্দরবানের উন্নয়নের রূপকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি) মহোদয়ও আলেম উলামাদের সম্মান স্বরূপ প্রতি বছরের ন্যায় এবারও ২০ জন ঈমামদের মাঝে আর্থিক সহায়তা স্বরূপ ঈদ সম্মানী প্রদান করেছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মানান, বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা মুফতি রেদুয়ানুল হক, আওয়ামীলীগ নেতা হাফেজ মো. আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে কামনা এবং পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুরের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০