জেলা প্রতিনিধি নরসিংদী জেলা হাসপাতালের প্রধান সহকারী আশরাফুল পাঠান সুমন ও প্যাথলজি সহকারী রেজাউল করিমকে ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুদক। মঙ্গলবার বিকালে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রধান সহকারীর নিজ কক্ষ থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (ঢাকা-২) উপপরিচালক মোর্শেদ আলম জানান, নরসিংদী জেলা হাসপাতালের কাপড় ধোলাই কাজের বিল উত্তোলন ও পরবর্তীতে কাজ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে মেসার্স মায়ের দোয়া ট্রেডার্সের মালিক নাছির মিয়ার কাছে আড়াই লাখ টাকা দাবি করেন ওই কর্মকর্তা। এর আগে দুই দফায় প্রধান সহকারী আশরাফুল ইসলাম এক লাখ ৩০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে বাকি এক লাখ টাকা ঘুষ চাইলে দুদকের সহায়তা নেয় ওই ব্যবসায়ী। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ সময় অভিযুক্ত প্রধান সহকারী ও তার অপর সহযোগীকে নগদ এক লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০