খবর২৪ঘণ্টা ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে মনোহরদীগামী রয়েল পরিবহন ও মনোহরদী থেকে নরসিংদীগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা চারজনের মৃত্যুর খবর জানালেও নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। তবে এতে কতজন হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০