খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: নরসিংদীর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে ভগিরাথপুর এমএম পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- পিকআপচালক আমির হোসেন (৩৫)।
সদর থানার ওসি আবু তাহের জানান, পিকআপটি নরসিংদী থেকে ঢাকায় যাচ্ছিল। আজ বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভগিরাথপুর এমএম পেট্রলপাম্পের সামনে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
খবর ২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০