খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আরো এক ব্যক্তি প্রাণঘাতি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি (৫০) সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এসেছেন।
এ উপজেলায় এ নিয়ে ৬ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।
ডা. অনুপ বলেন, রোববার (১৯ এপ্রিল) উপজেলা সদর কলাকোপা ও চুড়াইন ইউনিয়নের ১০ ব্যক্তির করোনা ভাইরাসে সংক্রমণের উপসর্গ দেখা দিলে দুপুরে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে সরকারের সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইডিসিআর) পাঠানো হয়। রাতে রির্পোট হাতে পাই এবং তাতে একজনের রির্পোটে পজিটিভ আসে।
তিনি আরো জানান, এ পর্যন্ত এ উপজেলা থেকে আইডিসিআরে ৬৯ জনের নমুনা পাঠানোর পর পর্যায়ক্রমে ৬ জন শনাক্ত হয়। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি সৌদি আরব প্রবাসী।
আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল অথবা কুর্মিটুলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ডা. অনুপ ।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০