চাঁপাই ব্যুরো: জাতীয সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিঞা অভিযোগ করে বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন আজ আন্তর্জাতিক স্বীকৃতিলাভ করেছে সেই ভাষনকে জিয়াউর রহমান নিষিদ্ধ ঘোষণা করে প্রমাণ করেছিলেন তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না,তিনি পাকিস্তানের এজেন্ট হিসাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, বিএনপি ২০১৪ সালের মত মানুষ হত্যা আর ধ্বংষযজ্ঞ চালিয়ে আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। কিন্তু বাংলার মানুষ কোন ষড়যন্ত্রই নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হতে দেবে না। তিনি বলেন,বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। তিনি আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়ায় নবপ্রতিষ্ঠিত মাসউদা রহমান ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এৎাবুল হক বুলির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, মাসউদা রহমান ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সেমাজুল ইসলাম বক্তব্য রাখেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০