বগুড়ার ধুনট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সেলিম রেজা রিমানের সদরপাড়ার বাসায় হামলা চালিয়েছেন পরাজিত প্রার্থী রাজিবুজ্জামান রাজিব ও তার লোকজন।
এ ঘটনায় সেলিম রেজা রিমান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সেলিম রেজা রিমান ধুনট পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে সেলিম রেজা রিমান কাউন্সিলর নির্বাচিত হন। একই ওয়ার্ডের নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজিবুজ্জান রাজিব পরাজিত হন।
নির্বাচনী বিরোধের জের ধরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সেলিম রেজা রিমানের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেন পরাজিত প্রার্থী রাজিবুজ্জামান রাজিব ও তার লোকজন। তবে হামলার সময় কাউন্সিলর সেলিম রেজা রিমান বাসার বাইরে অবস্থান করছিলেন।
এ ঘটনায় নবনির্বাচিত কাউন্সিলর সেলিম রেজা রিমান বাদী হয়ে রোববার রাতে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে পরাজিত প্রার্থী রাজিবুজ্জামান রাজিবসহ ৯ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে পৌর কাউন্সিল সেলিম রেজার মা সেলিনা খাতুন বলেন, পরাজিত কাউন্সিলর প্রার্থী রাজিবের নেতৃত্বে আমার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় হামলাকারীরা আমার ছেলে সেলিমকে হত্যার হুমকি দিয়েছে। তাদের হুমকির মুখে আমরা চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি।
তবে রাজিবুজ্জামান রাজিব বলেন, নবনির্বাচিত কাউন্সিলরের বাসায় হামলা কিংবা তাকে কোনো প্রকার হুমকি দেওয়া হয়নি। ওই সময় আমি ধুনট উপজেলা এলাকার বাইরে ছিলাম। তারপরও আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ দিয়েছেন নবনির্বাচিত পৌর কাউন্সিলর। অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০