খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: ব্রহ্মপুত্রসহ জামালপুরের সকল নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন, জামালপুর।
বুধবার সকালে শহরের ফৌজদারী মোড় এলাকায় ব্রহ্মপুত্র তীরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, ব্রহ্মপুত্রসহ জেলার সবকটি নদী থেকে অসংখ্য ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এক শ্রেণীর প্রভাবশালী বালু ব্যবসায়ী। এভাবে বালু উত্তোলনের ফলে মারাত্মকভাবে বিপর্যয়ের মুখে পড়ছে পরিবেশ। তাই অবিলম্বে বালু উত্তোলন বন্ধের আহ্বান জানান তারা। একই সঙ্গে বালু উত্তোলন বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
পরিবেশ বাঁচাও আন্দোলন(পবা) জামালপুর শাখার সভাপতি শফিক জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পবার সাধারণ সম্পাদক ইউসুফ আলী, কেন্দ্রীয় সমন্বয়কারী আতিক মোরশেদ, সাংবাদিক এম এ জলিল, জাহাঙ্গীর সেলিম, অ্যাডভোকেট ইমরুল হোসেন অঙ্কুর, প্রভাষক আশরাফুজ্জামান স্বাধীন প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০