করোনার দ্বিতীয় ঢেউয়ে পর্যদুস্ত ভারতের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই নতুন রেকর্ডের জন্ম দিচ্ছে দেশটি।
গত কয়েকদিন ধরে দেশটির দৈনিক করোনা সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে যাচ্ছে। একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছেন রেকর্ড ১ হাজার ৭৬১ জন। মঙ্গলবার (২০ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ। সংক্রমণের এই রেকর্ড বৃদ্ধিতে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৫৩ লাখের ঘর।
সোমবার দেশটিতে ২ লাখ ৭৫ হাজার ৩০৬ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানানো হলেও মঙ্গলবার সেই সংখ্যা কিছুটা কমেছে। তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা।
সোমবার দেশটিতে ১৬২৫ জন করোনায় মারা গেলেও মঙ্গলবার নতুন রেকর্ড গড়ে ১৭৬১ জনের মৃত্যু হয়েছে। সূত্র : রয়টার্স
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০