পাবনা ব্যুরো: নতুন বাজেট ও হিসাবরক্ষণ শ্রেণী বিন্যাস পদ্ধতির উপর ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচীর উপর প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন।
প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে সরকারি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচি, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও জেলা হিসাব রক্ষন অফিস পাবনা। সভাপতিত্ব করেন জেলা হিসাব রক্ষণ অফিসার মোহাম্মদ সাবির ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হক, সিভিল সার্জন পাবনা ডা. তাহাজ্জেল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা হিসাব রক্ষণ অফিস পাবনার সুপারিনটেনডেন্ট আব্দুল হান্নান।
হিসাব রক্ষণ প্রক্রিয়া টাইম টু টাইম পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনকে সময় উপযোগ্য করে তুলে ধরায় এই কর্মশালার উদ্দেশ্য। হিসাব ব্যবস্থাকে অর্থবহ করার জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে আসা কর্মকর্তাদের তাদের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরকারকে সহযোগিতা করার জন্য আহবান জানানো হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০