সংবাদ বিজ্ঞপ্তি : নতুন বছরের প্রথম দিন থেকেই দুই কালার অটোরিক্সা চালুর উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে সকল কাজ সম্পন্ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী মহানগরীতে যান চলাচলে জনদূর্ভোগ দূর ও সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোরিক্সা ও চার্জার রিক্সা সংক্রান্ত রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক প্রণীত নীতিমালা আগামী ১ জানুয়ারী হতে বাস্তবায়িত হবে।
রাসিকের উপ যানবাহন শাখা থেকে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারী থেকে মহানগরীতে রেজিস্ট্রেশনবিহীন অটো ও চার্জার রিক্সা চলাচল করতে পারবে না। এখনও যারা অটোরিক্সা রেজিস্ট্রেশন কার্ড পাননি তাদের নগরভবনে উপ-যানবাহন শাখায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
১ জানুয়ারি ২০২০ হতে অটোরিক্সার নিবন্ধন কার্ডের জোড় নম্বর অনুযায়ী রং মেরুন ও বিজোড় নম্বর
রং পিত্তি করে রাস্তায় গাড়ি বের করতে হবে। প্রতি মাসের প্রথম ১৫দিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরুন রং এবং দুপুর ২:৩০টা হতে রাত ১০:৩০ পর্যন্ত পিত্তি রং এর অটোরিক্সা চলাচল করবে। একইভাবে মাসের পরবর্তী ১৫দিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পিত্তি রং এবং দুপুর ২:৩০টা হতে রাত ১০:৩০টা পর্যন্ত মেরুন রং এর অটোরিক্সা চলাচল করবে। তবে প্রতিদিন রাত ১০:৩০ হতে সকাল ৬:০০টা পর্যন্ত এবং শুক্রবার অন্যান্য সরকারী ছুটির দিনে উভয় রং এর অটোরিক্সা চলাচল করতে পারবে। অটোরিক্সা ও চার্জার রিক্সা নীতিমালা মেনে চলতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০