নতুন বিশ্বে নতুন বেতার-বিবর্তন, উদ্ভাবন ও সংযোগ এই প্রতিপাদ্যে রাজশাহী মহানগরীতে বিশ্ব বেতার দিবস উদযাপিত হয়েছে। আজ শনিবার এ উপলক্ষে বাংলাদেশ বেতার, রাজশাহীর কাজিহাটাস্থ বেতার ভবন চত্বরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নগর আ’লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান বাদশা ও ।
প্রফেসর ড. সাইফুদ্দীন চৌধুরী, ডিন, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটোর। প্রধান অতিথি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বেতারের ভূমিকা অনন্য। বেতারের মাধ্যমে বেতার যোদ্ধারা বিভিন্ন জাগরণী গান, গল্প নাটকের মাধ্যমে মুক্তিকামী বাঙ্গালীকে স্বাধীনতা যুদ্ধে উদ্বুদ্ধ করেন। রাজশাহী মহানগরীর বিভিন্ন আইন শংখলা রক্ষায় বিধিনিষেধ প্রচারের জন্য রাজশাহী বেতারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সর্বপরি বেতার দিবসের সফলতা করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০