খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: আবারও খবরে নওয়াজউদ্দিন সিদ্দিকি। শুক্রবার তাঁকে তলব করল থানা পুলিশ। সঙ্গে তাঁর স্ত্রী ও আইনজীবীকেও থানাতে পুলিশ তলব করেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনই জানা গিয়েছে।
এই বছর জানুয়ারিতে কল ডিটেল রেকর্ড (সিডিআর) স্ক্যামে জড়িয়েছিলেন নওয়াজ। সেই মামলাকে ঘিরেই তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এই তিন জনের নাম প্রসাদ পালেকর, অজিঙ্ক নাগারগোজে ও জিগার মাখওয়ানা।
ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক ত্রিমুখি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, ধৃত ব্যক্তিরা বলেছেন, এক আইনজীবী নওয়াজের স্ত্রীর কল ডিটেল রেকর্ড পেয়েছেন। সেই তথ্য যাচাই করে দেখতে নওয়াজ, তাঁর স্ত্রী ও এক আইনজীবীকে তলব করেছে থানা পুলিশ।
গত ২৪ জানুয়ারি সিডিআর চক্র ফাঁস করে থানা পুলিশ। এই ঘটনায় কালওয়া জেলা থেকে চার প্রাইভেট গোয়েন্দাকে আটক করে পুলিশ। মূলত এই চক্রে ব্যক্তিগত সিডিআর বেআইনি ভাবে কেনা বেচা চলত।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০