নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশিসহ ৩ জন নিহত হয়েছেন।
বুধবার রাতে উপজেলার দুয়ারপাল সীমান্তের নীলমারী বীল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাংলাদেশের বেশ কয়েকজন গরু আনতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদেরকে পেছন দিক থেকে গুলি ছোঁড়ে। এ সময় বিএসএফর ছোঁড়া গুলিতে বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সন্দিপ, কাঁটাপুকুরের জিল্লুর রহমানের ছেলে কামাল এবং চকবিষ্ণপুর দিঘিপাড়ার খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন নিহত হয়।
পোরশা থানার ওসি শাহিনুর রহমান এবং ইউএনও নাজমুল হামিদ রেজা ঘটনাস্থলে রয়েছেন।
এ বিষয়ে ১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান বলেন, বাংলাদেশের অভ্যন্তরে একজন মারা গেছেন অপর দু’জন ভারতের অভ্যন্তরে মারা গেছে কিনা খোঁজ খবর নিচ্ছেন বলে জানান। তিনি পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিবেন বলেও জানান।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০