নওগাঁ প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনাকালে সবচাইতে বেশী ক্ষতিগ্রস্থ্য হয়েছে শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের জীবন থেকে অনেক মুল্যবান সময় গুলো হারিয়ে যাচ্ছে। বর্তমানে অধিকাংশ শিক্ষার্থী তাদের লেখা পড়া বন্ধ হওয়ায় দিশে হারা হয়ে পড়েছে। আবার অনেক শিক্ষার্থী লেখা পড়ার পরিবেশ না পেয়ে বিভিন্ন ভাবে তাদের জীবনকে ধ্বংশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নওগাঁর সাপাহার উপজেলার সর্বত্র এ ধরনের নজির হর হামশা নজরে পড়ছে বলেও অভিভাবকগণ মন্তব্য করছেন। করোনাকালে স্কুল কলেজ গুলি যখন বন্ধ ঠিক সে সময়ে অনেক শিক্ষার্থীরা প্রাইভেট পড়া বা অন্য কোন কাজের কথা বলে ঘর থেকে বের হয়ে বিভিন্ন নির্জন স্থানে বসে দল বেঁধে মোবাইল ফোনে গেম খেলা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর এই গেম খেলতে গিয়ে তাদের কে অনেক অর্থ পর্যন্ত ব্যায় করতে হচ্ছে। সাপাহার উপজেলা সদরের আন্ডারগ্রাউন্ড হোটেলে আবার কখনও সিঁড়ির নিচে আবার কখনও বিভিন্ন মার্কেটের চিপায় বসে সারাক্ষন গেম খেলা নিয়ে ব্যাস্ত থাকছেন তারা। কোন কোন অর্থশালী পরিবারের ছেলেরা নিজের অনলাইনে শিক্ষা গ্রহণের জন্য কেনা এনড্রোয়েট ফোনে গেম খেলছে এসব শিক্ষার্থীরা। আর এই গেম খেলার জন্য তারা বিভিন্ন সামগ্রী ক্রয়ের জন্য বাবা, মা’র পকেট থেকে টাকা পয়সা চুরি করছে। বিশেষ করে পাপজি ও ফ্রি-ফায়ার উল্লেখ যোগ্য। এই সর্বনাশা মোবাইল গেম খেলার নেশা থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে লেখা পড়ার পরিবেশ ফিরিয়ে আনতে ভুক্তভোগী অভিভাবকগণ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষে কামনা করেছেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০