নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার খলিশাকুড়ী গ্রামে মেরিনা আকতার (৩২) নামে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আকরাম হোসেন নামে এক নৈশপ্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দুপুরে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়েরের পর নিজ বাড়ি থেকে আকরাম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আকরাম হোসেন খলিশাকুড়ি গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। সে নওগাঁ শহর বাইপাস সড়কে অবস্থিত সাফিন ফিলিং স্টেশনে নৈশপ্রহরীর কাজ করে।
নওগাঁ সদর থানার ওসি আব্দুল হাই জানান, রবিবার ভোরে নওগাঁ শহরের খলিশাকুড়ি গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী প্রতিবন্ধী মেরিনা আকতারের ঘরে ঢুকে মুখ চেপে ধরে শারীরিক নির্যাতন চালায় একই গ্রামের আকরাম হোসেন। এক পর্যায়ে ওই নারী চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে আসে। ততক্ষণে আকরাম হোসেন পালিয়ে যায়। এ ব্যাপারে প্রতিবন্ধীর পরিবার থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ আকরামকে গ্রেফতার করে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০