নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার মো. জুবায়ের হোসেন, বয়স ২৩ বছর। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা অারও একজন। শুক্রবার সকালে পত্নীতলা উপজেলার ডাবরকুড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের জেলার মহাদেবপুর উপজেলার করসবাড়ি গ্রামের বোয়েজ উদ্দিনের ছেলে। আহত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে মাতাজিহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, সকালে মোটরসাইকেলে করে নজিপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন জুবায়ের। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে তার সঙ্গী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং গাড়িটি আটক করে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০