: নওগাঁর পত্নীতলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহেদী হাসান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি মাদক ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন ডিবি পুলিশ। তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শিহাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের ক্যানেলপাড়ে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসানের বাড়ি বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামে। তিনি ওই গ্রামের মেম্বারপাড়ার গফুর ওরফে ভোলার ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর গ্রামের ক্যানেলপাড়ে মাদক উদ্ধার করতে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা ডিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। তখন ডিবি পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মেহেদী হাসান নামে একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সেখান থেকে ৫০০ পিস ইয়াবা, ১০০ বোতল ফেনসিডিল, ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৩টি ককটেল ও ২টি চাকু উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০