নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাকায় বিস্ফোরণ ঘটে প্রাইভেটকারে থাকা হাসি খাতুন (৩০) নামের এক নারী নিহত হয়েছে। তিনি নওগাঁ বিআরটিএর এ্যাসিসটেন্ট ডাইরেক্টর (এডি) মইনুল হাসানের স্ত্রী। এ ঘটনায় মাইনুল হাসান ও তার শিশুকন্যাসহ ৩ জন গুরুত্বর আহত হয়েছে। আজ দুপুরে উপজেলার হাজী গোবিন্দপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, প্রাইভেটকার নিয়ে দুপুরে নওগাঁ বিআরটিএর এ্যাসিসটেন্ট ডাইরেক্টর (এডি) মইনুল হাসানসহ তার পরিবার রাজশাহীতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে গেলে বিপরীত দিক থেকে একটি ট্রাক্টরটি প্রাইভেটকারের কাছে আসতেই তার চাকায় বিস্ফোরণ ঘটে। এতে ওই প্রাইভেটকারে গ্লাস ভেঙে ঘটনাস্থলেই হাসি খাতুন মারা যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় মাইনুলের পা ভেঙে যায় এবং শিশু আহত হয়। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আর এ ঘটনায় মান্দা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০