নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছীর মোড়ে ট্রলির ধাক্কায় আকালু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৪ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকালু উপজেলার দুয়ারপাল গ্রামের বাসিন্দা।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আকালু সাইকেলে করে উপজেলার নিতপুর বাজার থেকে পার্শ্ববর্তী দুয়ারপাল গ্রামে যাচ্ছিলেন। এ সময় সরাইগাছীর মোড়ে পৌঁছালে পেছন থেকে মাল বোঝাই একটি ট্রলি সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আকালুকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশের সহযোগিতায় স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০