নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলা জামায়াতের আমির কাজী ফজলুর রহমানকে (৫৫) আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধামইরহাট ইউনিয়নের শৈলপি রূপনারায়ণপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক ফজলুর রহমান উপজেলার পশ্চিম রূপনারায়ণপুর গ্রামের মৃত জাহের আলীর ছেলে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলন, গত জুন মাসে ফজলুর রহমানের বিরুদ্ধে নাশকতার মামলা হয়। আবারও নাশকতার পরিকল্পনা করছিলেন তিনি। গোপন সংবাদে শৈলপি রূপনারায়ণপুর বাজার থেকে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার তাকে নওগাঁ জেলহাজতে পাঠানো হবে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০