নওগাঁ প্রতিনিধি:নওগাঁর রানীনগরে চায়না বিবি (৩৩) নামে এক গৃহবধূকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের রাতলাই গ্রামের একটি পুকুর থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রানীনগর থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, শনিবার সকালে এলাকাবাসী গ্রামের পাশে একটি পুকুরপাড়ে বস্তাটি পরে থাকতে দেখতে পায়। পরে বস্তা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
খবর২৪ঘণ্টা,কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০