নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় নির্মাণাধীন ঈদগাহের মিনার ভেঙে গয়ের আলী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরতী (৪৫) নামে এক নারী শ্রমিক।
শনিবার (২১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। গয়ের আলী উপজেলার অর্জনপুর গ্রামের বাসিন্দা।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার ফোকন্দা দিঘীপাড়ার ঈদগাহে ৩৫/৪০ জন শ্রমিক দিয়ে মেরামতের কাজ চলছিল। হঠাৎ ঈদগাহের মিনার ভেঙে নির্মাণ শ্রমিক গয়ের আলী ও আরতীর গায়ের ওপর পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা মিনারের নিচ থেকে আহত অবস্থায় আরতীকে বের করতে পারলেও ঘটনাস্থলেই গয়ের আলীর মৃত্যু হয়। আরতীকে সাপাহার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০