নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাদ ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী মাঠে ইজতেমা শুরু হয়। বাদ জোহর থেকে বাকি তিনদিন কাকরাইল মসজিদের মুরব্বিরা বয়ান করবেন।
ইজতেমাকে ঘিরে নওগাঁ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে এরই মধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠজুড়ে বসানো হয়েছে ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, র্যাব ও আনসার বাহিনী নিযুক্ত রয়েছে। মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস টিমের ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের অজু, গোসলসহ প্রয়োজনীয় সংখ্যক শৌচাগার নির্মাণ করা হয়েছে।
এরই মধ্যে নওগাঁর ১১ উপজেলা ছাড়াও বগুড়া, জয়পুরহাট, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা এসেছেন ইজতেমা ময়দানে।
২৭ জানুয়ারি (শনিবার) সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০