নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আদালত চত্বরে পুলিশ কর্তৃক মুরাদ হোসেন নামে এক আইনজীবীকে মারধরের ঘটনায় চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
অন্যদিকে এর প্রতিবাদে তৃতীয় দিনের মতো সব ধরনের বিচারিক কার্যক্রম বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। এতে ভোগান্তিতে পড়েছে সেবা নিতে আসা সাধারণ মানুষ।
আজ বুধবার সকালে নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, এই ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে আইনজীবীদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে পুলিশের চার সদস্যকে ক্লোজড করা হয়েছে। সেইসঙ্গে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
জেলা বার অ্যসোসিয়েশনের সভাপতি খোদাদাত খান জানান, আইনজীবীকে মারধরের ঘটনায় আজ বুধবার ১১ টা পর্যন্ত বিচারিক কার্যক্রম বর্জন কর্মসূচি পালন করা হচ্ছে। বেলা ১১ টার পর আমাদের সাধারণ সভা হবে। সভা শেষে পরবর্তী কর্মসূচি কি নেওয়া হবে তা জানানো হবে।
প্রসঙ্গত,১ ফ্রেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় এক আইনজীবী রিকশা নিয়ে আদালত চত্বরে ঢুকছিলেন। এ সময় তাকে নেমে আদালত চত্বরে প্রবেশের কথা বলেন সেখানে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশ সদস্যরা ওই আইনজীবীকে মারধর করে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০