নিজস্ব প্রতিবেদক :
নওগাঁর মান্দায় চলতি এইচএসসি পরীক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করে বিক্রি করে অর্থ নেওয়ার অভিযোগে মুরাদ শেখ নামের প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব-৫। আটক মুরাদ মান্দা উপজেলার তেতুলিয়া শেখপাড়া এলাকার আলমগীরের ছেরে। সোমবার বিকেল ৩টার দিকে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্প অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব জানায়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা উপজেলার তেতুলিয়া এলাকায় প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য মুরাদ চলতি এইচএসসি পরীক্ষা চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণ করে বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করছে। বিষয়টি জানতে পেরে মোল্লাপাড়া ক্যাম্পের র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ল্যাপটপ, মোবাইল ও মেমোরি কার্ডসহ আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০