নওগাঁর মহাদেবপুরে বালতির পানিতে পড়ে ওয়াসিফা নামে ২ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ওয়াসিফা খাতুন (২) নাটশাল গ্রামের মাওলানা মো. জয়নাল আবেদীনের মেয়ে।
রোববার (২১ মে) দুপুরে উপজেলার নাটশাল
জামিলাতুন নেছা ইসলামিয়া মহিলা ক্বওমী এতিমখানা মাদ্রাসায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ওই মাদ্রাসার শিক্ষিকা শিশুটির মা
মাইমুনা খাতুন শিশুটিকে পাশে রেখে মাদ্রাসায় ছাত্রীদের ক্লাস নিচ্ছিলেন।
এ সময় শিশুটি খেলতে খেলতে মাদ্রাসার বাথরুমে গিয়ে বালতির পানিতে পড়ে ডুবে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০