মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার ঘোষপাড়া মোড়ে আলোচনা সভা শেষে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে ৫ শত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা কৃষক দলের সিনি: যুগ্ম আহ্বায়ক ও মহাদেবপুর উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলার সভাপতি ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইমরুল কায়েস সাজু, সানোয়ার হোসেন মানিক সহ-সভাপতি থানা কমিটি, মাহমুদুল হাসান সুমন যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইথার, আপেল মাহমুদ সাংগঠনিক সম্পাদক থানা কমিটি প্রমুখ। শেষে দশ ইউনিয়নের শীতার্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০