নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) মহাদেবপুর খাদ্য গুদাম আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আহসান হাবীব ভোদন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহাদেবপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহাজের হাসান, উপজেলা চাউল কলে মালিক সমিতির সভাপতি ও খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার, শাহিনুর রহমান, সোনালী ব্যাংক মহাদেবপুর শাখার ম্যানজার মো. মিজানুর রহমান প্রমুখ।
মহাদবপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ২ হাজার ৩শ ৮২ মেট্রিক টন ধান, ২৬ হাজার ৮শত ৩৮ মেট্রিক টন চাল ও ১শ ৭ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত গম সংগ্রহ ও আগামী ৩১ আগষ্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ করা হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০