খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ধূলিঝড় ও বজ্রপাতে ভারতের উত্তর প্রদেশে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভারী বর্ষণজনিত কারণে শনিবার মহারাষ্ট্রে আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তর প্রদেশ সরকারের মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন, শুক্রবার রাতে উত্তর প্রদেশের ১১টি জেলায় ধূলিঝড় ও বজ্রপাত আঘাত হানলে ২৬ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে জৌনপুর ও সুলতানপুরে ৫ জন করে ১০ জন, উন্যাও জেলায় ৪ জন, চান্দৌলি ও বেরাইচে তিন করে ৬ জন, রায়বেরিলিতে ২ জন এবং মির্জাপুর, সিতাপুর, আমেথি, প্রতাবগড়ে একজন করে মোট ৪ জন।
এসব জেলার পাশাপাশি কনৌজ জেলাও ঝূলিঝড়ে আক্রান্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।
হতাহতদের পরিবারে দ্রুত ক্ষতিপূরণ পৌঁছে দিতে সব জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এতে কোনো শৈথিল্য সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০