ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকার এমডি ও চেয়ারম্যানসহ ৩০ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এক কাপড় ব্যবসায়ী। রাজধানীর হাজারীবাগ থানায় শুক্রবার (১ অক্টোবর) নুরুল আমিন নাদিম নামের ওই ব্যবসায়ী মামলাটি দায়ের করেন। রোববার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান।
তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে। এর তদন্তভার দেয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে।
মামলার আসামিরা হলেন- ধামাকার চেয়ারম্যান ডা. এম আলো ওরফে মোজতবা আলী (৬০), ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম ডি জসিমউদ্দিন চিস্তী (৫৭), পরিচালক সাইদা রোকসানা খানম (৫৪), সিইও মো. সিরাজুল ইসলাম রানা (৩৮), হেড অব অ্যাকাউন্টস দেবকর দে শুভ (৩২), পরিচালক অপারেশন নাজিম উদ্দিন আসিফ (২৯), পরিচালক সাফওয়ান আহমেদ (৪১), সিস্টেম ক্যাটাগরি হেড আমিনুর হোসাইন (৪১), ডেপুটি ম্যানেজার ও সিস্টেম ইঞ্জিনিয়ার আসিফ চিশতী (২৬), ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান (৩৫), ভাইস প্রেসিডেন্ট ইব্রাহীম স্বপন ওরফে মিথুন খান (৩৫), উপ-ব্যবস্থাপনা পরিচালক নিরোধ বারান রয় (৪৫), ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাশফির রিদওয়ান চিস্তী (২২),পরিচালক মাসফিক রিদওয়ান চিস্তী (২৮) ও শাহ মোহাম্মদ ইয়ামিন ইসমাইল (৩০) নামে এক ব্যক্তি। বাকি ১৫ জন হলেন অজ্ঞাতনামা আসামি।
গত ২৮ সেপ্টেম্বর রাতে প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হন ধামাকা শপিং-এর সিও সিরাজুল ইসলাম রানা। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও ২ জনকে। তারা হলেন ইমতিয়াজ হাসান সবুজ ও ইব্রাহিম স্বপন। গাজীপুরের টংগী পশ্চিম থানায় এক গ্রাহকের দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করে র্যাব।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায় ধামাকার চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন টঙ্গী পশ্চিম থানার উত্তর আউচপাড়া এলাকার বাসিন্দা মো. শামীম খান। তিনি একজন পোশাক কারখানার পার্টস ব্যবসায়ী।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০