খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায বজ্রপাতে সুইটি আক্তার (৩০) ও খুকি আক্তার (২৫) নামের দুই গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুইটি ওই গ্রামের মনির হোসেনের স্ত্রী ও খুকি সারোয়ার হোসেনের স্ত্রী।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সুইটি ও খুকি বাড়ির উঠানে ধান সিদ্ধ করছিলেন।
এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে ওই দুই গৃহবধূ গুরুতর আহত হন। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজকেই মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০