নিজস্ব প্রতিবেদক :
ধানসহ সকল কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাজশাহীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়বো সোনার বাংলাদেশ স্লোগানে মানববন্ধন করা হয়। মানববন্ধনকারীদের হাতে উন্নয়নের জোয়ারে, কৃষি এখন খোরারে, বাতাবি লেবুর
বিটিভি, কৃষকের খবর কবে নিবি? সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধন থেকে ধানসহ সকল কৃষি পণ্যের মূল্য নির্ধারণ, কৃষিখাতে পর্যাপ্ত ভুর্তূকি প্রদান ও মধ্যস্বত্ব ভোগীদের লাগাম টেনে ধরার দাবি জানানো হয়। মানববন্ধনে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০