খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: দীর্ঘ ২ বছর পরে টি-টোয়েন্টি দলে ফিরেই অধিনায়কের আস্থায় ছিলেন আবু হায়দার রনি। তাইতো ম্যাচের প্রথম ওভারেই রনির হাতে বল তুলে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। রনিও অধিনায়কের মান রাখলেন। দারুণ বোলিং করে প্রথম ওভারে দিলেন মাত্র ২ রান।
পরের ওভার থেকেই টানা বোলিং পরিবর্তন। প্রথম ৫ ওভারে আসলেন ৫ বোলার। টাইগারদের আঁটসাঁট বোলিংয়ে সাবধানী খেলেছে ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। তবে পাওয়ার প্লে তে রানের গতি সামলাতে পারলেও উইকেট পাচ্ছিলো না বাংলাদেশ। অবশেষে ১০ম ওভারে রুবেলের বলে উইকেট উড়লো ধাওয়ানের। ভারতীয় এই ওপেনার ফিরলেন ৩৫ রানে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৭১ রান।
এর আগে ইনিংসের তৃতীয় ওভারে উইকেট তুলে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। রুবেল হোসেনের বলে মিডঅনে ক্যাচ তুলেছিলেন রোহিত। তবে দৌড়ে এসে নাগাল পাননি রনি।
নিদাহাস ট্রফিতে বাংলাদেশের তৃতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।
নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে মুহ্যমান বাংলাদেশর পুরো ক্রিকেট দল। নিহতদের প্রতি শোক জানিয়ে আজ ভারতের বিপক্ষে কালো ব্যাজ পড়ে খেলবে মাহমুদউল্লাহ-মুশফিক-তামিমরা।
আজ নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের এটি সপ্তম টি-টোয়েন্টি ম্যাচ। আগের ছয় ম্যাচের একটিতেও জিততে পারেনি টাইগাররা। তবে শ্রীলংকার বিপক্ষে রেকর্ড ভেঙ্গে জয় পেয়ে আত্নবিশ্বাসী বাংলাদেশ শিবির। সেই আত্মবিশ্বাস নিয়েই ভারতের বিপক্ষে নামছেন তামিম-মুশফিকরা।
ভারত তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার মানলেও পরের দুটি ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার পথে এগিয়ে রয়েছে। আজ বাংলাদেশের বিপক্ষে তারা জিতলে সবার আগে নিদাহাস ট্রফির ফাইনাল নিশ্চিত করবে। আর বাংলাদেশ জিতলে ফাইনালে যাওয়ার দাবিদার হয়ে উঠবে।
এ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। পেসার তাসকিন আহমেদের জায়গায় এসেছেন আরেক পেসার আবু হায়দার রনি। আর ভারতীয় দলে জয়দেব উনাদকাটের জায়গায় খেলছেন মোহাম্মদ মিরাজ।।
বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, তামিম ইকবাল, লিটন দাস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম(উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন এবং আবু হায়দার রনি।
ভারত একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মনিশ পান্ডে, রিসভ পান্ত, দিনেশ কার্তিক, ওয়াসিংটন সুন্দর, বিজয় শংকর, জয়দেব উন্দাকাত, যুজবেন্দ্র চাহাল, শার্দুল ঠাকুর।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০