খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামিন স্থগিত থাকার পরও রাজধানীর হাতিরঝিল থানার একটি ধর্ষণ মামলার আসামিকে জামিন দেওয়ায় ঢাকার জজ আদালতের বিচারক বেগম কামরুন নাহারকে তলব করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
ধর্ষণ মামলায় জামিন পাওয়া ওই আসামির নাম আসলাম শিকদার।
আগামী ২ এপ্রিল ওই বিচারককে আাদলতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি আসামি আসলাম শিকদারের জামিন বাতিল করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০