নিজস্ব প্রতিবেদক :
পুরুষই পারে ধর্ষণ বন্ধ করতে, ধর্ষনের বিরুদ্ধে হোক প্রতিরোধ এর ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জনউদ্দ্যোগ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাজশাহী নগরীর আলুপট্টির সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মানুষ জন্মগতভাবে খারাপ নয়, পরিবেশের সংস্পর্শে ধীরে ধীরে তার পরিবর্তন হয়। ছোট পোষাকে কোন মেয়ে দেখলেই ধর্ষণ করতে হবে এ কেমন মানসিকতা? ধর্ষণ তো দূরের কথা, যার মনে ধর্ষণের ইচ্ছা জাগে সে আগামী দিনের ধর্ষক। সমাজে যে যৌন হয়রানির ঘটনা ঘটছে
কোন এক সময়ে আমরা যে এর ভুক্তভোগী হব না এর নিশ্চয়তা কী? এ সমস্যা সমাধানে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে। ধর্ষক ও যৌন হয়রানিকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মুক্তিযোদ্ধা বাবু প্রশান্ত কুমার সাহার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, একাত্তরের ঘাতক দালাল নিমূল কেন্দ্রীয় কমিটির মোঃ কামরুজ্জামান, শিক্ষক নেতা রাজকুমার, মহিলা পরিষদ নেত্রী কল্পনা রায়, আদিবাসি ছাত্র পরিষদের সাবিত্রী হেমব্রমসহ রাজশাহীর বিভিন্ন সংগঠনের অর্ধশতাধীক ব্যাক্তিবর্গ। এ সময় বক্তারা সকল ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০