খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: রাশিয়া ও আমেরিকার সম্পর্কের অবনতির প্রভাব পড়ছে বিনোদন জগতেও। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করায় রাশিয়ার ওপর ক্ষুব্ধ হয়ে আছে সে দেশের অনেকেই। আর এমন অবস্থায় একজন রুশ মডেলকে ধর্ষনের চেষ্টা করেছে আমেরিকান এক ব্যবসায়ী।
জানা যায়, সম্প্রতি দুবাইতে গিয়েছিলেন রাশিয়ান মডেল একাতারিনা। সেখানে তাকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দেন আমেরিকান ওই ব্যবসায়ী। একাতারিনা রাজি না হওয়ায় ছুরি দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন ওই ব্যক্তি। নিজের সম্মান রক্ষা করতে ৬তলা থেকে ঝাঁপ দেন একতারিনা।
এতে তিনি গুরুতর আহত হন। তবে প্রাণে বেঁচে যান। বর্তমানে হাসপাতালে রয়েছেন একাতারিনা।
অন্যদিকে মডেল একাতারিনার এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই দুবাই ছেড়ে পালানোর চেষ্টা করেন আমেরিকার ওই ব্যবসায়ী। কিন্তু দুবাই বিমানবন্দরে আটক করা হয় তাকে। তবে তিনিও একাতারিনার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন। যার ফলে তাকেও গ্রেফতার করে পুলিশ।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০