জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে পরিবহন মালিকদের দাবির মুখে ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ানো হয়েছে। পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী, এখন থেকে মহানগরীর বাসের ভাড়া সর্বনিম্ন ৮ টাকা এবং মিনিবাসের জন্য সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নূর মোহাম্মদ মজুমদার।
তিনি জানান, সোমবার থেকে নতুন ভাড়ার হার কার্যকর করা হবে। আজ আমরা ভাড়া বৃদ্ধির প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠাব। এরপর প্রজ্ঞাপন জারি হবে। প্রজ্ঞাপন জারি হলে বর্ধিত এ ভাড়া কার্যকর হবে।
তিনি আরও জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে পরিবহন মালিকদের দাবির মুখে বাসের ভাড়া বাড়ানো হয়েছে। তবে যেসব গাড়ি সিএনজিতে চলে সেসবের ভাড়া বাড়বে না।
এদিকে ভাড়া বৃদ্ধি করার ঘোষণার পরপরই অঘোষিতভাবে চলমান বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।
পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী, দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রত্যেক কিলোমিটারের ভাড়া ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। অর্থাৎ এতে কিলোমিটারপ্রতি যাত্রীকে ৩৮ পয়সা বাড়তি গুনতে হবে। অর্থাৎ এক্ষেত্রে ভাড়া বাড়ছে ২৭ শতাংশ।
এছাড়া ঢাকা, চট্টগ্রামসহ মহানগরগুলোতে ২৬.৫ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। মহানগরে বাস ভাড়া কিলোমিটার প্রতি ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে। প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা।
মহানগরে চলাচলকারী মিনি বাসের ভাড়া ১ টাকা ৬০ পয়সা থেলে বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কিলোমিটারপ্রতি ভাড়া বেড়েছে ৪৫ পয়সা।
গত ৩ নভেম্বর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দাম বাড়িয়ে ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে, যা এদিন মধ্যরাত থেকে কার্যকর হয়।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে ভাড়া বাড়ানোর দাবিতে গত ৪ নভেম্বর রাজধানীসহ সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে বাস, ট্রাকসহ পণ্যবাহী যানবাহনের মালিকরা।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০