খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে করোনা পরীক্ষার হার সবচেয়ে কম। আজ মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানবন্ধনে এ অভিযোগ করেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লক্ষ্মীপুরে নবম শ্রেণির ছাত্রী, হীরা মনিকে নির্যাতন করে হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় হিরা মনির ওপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে রিজভী বলেন, বাংলাদেশে কোথাও নিরাপত্তা নেই। হিরা মনির ওপর যারা নির্যাতন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
তিনি বলেন, এই সরকার কয়েকটি দর্শন চালু করেছে। রাষ্ট্র দর্শন। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে। অর্থনীতির ক্ষেত্রে ক্যাসিনো চালু করছে। সামাজিক ক্ষেত্রে নারী নির্যাতন, ধর্ষণ চালু করেছে। এই দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে কত হীরা মনিকে ধর্ষণের শিকার হতে হয়েছে শালীনতা হয়েছে এর কোনো ইয়াত্বা নেই।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০